Ticker

5/recent/ticker-posts

সেদিন আমিই আমার সাক্ষী হবো

 
আমি প্রত্যেক মানুষের ভাগ্য তার কাঁধেই ঝুলিয়ে রেখেছি। আর কিয়ামতের দিন আমি তাকে একটি কিতাব বের করে দেখাব, যাকে সে উন্মুক্ত অবস্থায় পাবে। -[সূরা বানী ইসরাঈল, আয়াত: ১৩]

উপরের আয়াতে সময়ের বর্ণনা দেয়া হয়েছে যার মধ্যে মানুষ আমল করে থাকে। এখানে আল্লাহ্ তা'আলা বলেছেন যে, মানুষ ভালো বা মন্দ যা কিছু আমল করে তা তার সাথেই সংলগ্ন হয়ে যায়। আর ভালো কাজের প্রতিদান ভালো হবে এবং মন্দ কাজের প্রতিদান মন্দ হবে, তা পরিমাণে যতই কম হোক না কেন। যেমনটি আল্লাহ্ তা'আলা বলেন-
যেই ব্যক্তি অনু পরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে। আর যেই ব্যক্তি অনু পরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। -(সূরা যিলযাল, আয়াত: ৭-৮)
তোমাদের উপর নিযুক্ত রয়েছে সংরক্ষক ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ, যারা তোমাদের সমুদয় কার্যকলাপ অবগত আছে। -(সূরা ইনফিতার, আয়াত: ১০-১২)

অর্থাৎ আদম সন্তানের ছোট বড়, গোপনীয়, প্রকাশ্য, ভালো, মন্দ, সকাল, সন্ধ্যা, দিন ও রাত অনবরতই লিখে নেয়া হয়। আর এতসবের সমষ্টিগত কিতাবখানা (আমলনামা) কিয়ামতের দিন তার ডান হাতে দেয়া হবে অথবা বাম হাতে দেয়া হবে। যারা সৎলোক তারা পাবেন ডান হাতে, আর যারা মন্দলোক তারা পাবেন বাম হাতে। আর এই আমলনামা সে নিজেই পাঠ করে নিতে পারবে। আর তখন নিজেই নিজের সাক্ষী হিসেবে যথেষ্ট হবে। যেমনটি আল্লাহ্ তা'আলা বলেন-
তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। -(সূরা বানী ইসরাঈল, আয়াত: ১৪)

হযরত হাসান বসরী (র) বলেন যে, এই আয়াতে আদম সন্তানকে সম্বোধন করে বলা হয়-
হে আদম সন্তান! তোমার ডানে ও বামে ফেরেশতা বসে রয়েছে এবং সহীফা (ক্ষুদ্র পুস্তিকা) খুলে রেখেছে। ডান দিকের ফেরেশতারা পূণ্য লিখছে এবং বাম দিকের গুলো পাপ লিখছে। এখন তোমার ইচ্ছা, হয় তুমি বেশি পূণ্যের কাজ করো অথবা বেশি পাপের কাজ করো। তোমার মৃত্যুর পর এই দফতর জড়িয়ে নেয়া হবে এবং তোমার কবরে গ্রীবাদেশে লটকিয়ে  দেয়া হবে। কিয়ামতের দিন খোলা অবস্থায় তোমার সামনে পেশ করা হবে এবং তোমাকে বলা হবে, তোমার আমলনামা তুমি স্বয়ং পাঠ করো এবং তুমি নিজেই তোমার হিসাব ও বিচার করো।


তথ্যসূত্র:
  • তাফসীর ইবনে কাছীর


প্রাসঙ্গিক বিষয়:


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ