Ticker

5/recent/ticker-posts

সূরা হুজরাত ও আমাদের জন্য ১০ টি গুরুত্বপূর্ণ উপদেশ



 ❝সূরা হুজুরাত❞ এর এই নির্দেশনাগুলো যেন আজকের অনলাইন এ্যাক্টিভিস্টদের জন্য নাযিল হয়েছে -


১. উপহাস করো না। [আয়াত-১১]

২. দোষারোপ করো না।[আয়াত-১১]

৩. নাম বিকৃত করো না, মন্দ নামে ডেকো না। [আয়াত-১১]

৪. পশ্চাতে নিন্দা করো না। [আয়াত-১২]

৫. মন্দ ধারণা থেকে বিরত থাকো। [আয়াত-১২]

৬. ছিদ্রান্বেষন করো না। [আয়াত-১২]

৭. ফাসিকের সংবাদ যাচাই ব্যতিরেকে বিশ্বাস করো না। [আয়াত-৬]

৮. বিবাদমান দুটি পক্ষের ঝামেলা ন্যায়পন্থায় মীমাংসা করবে। [আয়াত-৯]

৯.সর্বাবস্থায় ইনসাফ করবে। [আয়াত-৯]

১০. মর্যাদার মূল মাপকাঠি ‘তাকওয়া’। [আয়াত ১৩]


প্রকৃতপক্ষে একজন বিশ্বাসী ব্যক্তির চরিত্র কেমন হওয়া উচিত তা-ই উক্ত সূরার মূল উপজীব্য বিষয়। আশা করা যায় চরিত্র ও ব্যাক্তিত্ব গঠনে পবিত্র কোরআনের উক্ত সূরা আপনাকে দারুণভাবে প্রভাবিত করবে। পড়ার আহ্বান রইল।


[শাইখ আহমাদুল্লাহর পেইজ হতে সংগৃহীত]


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ