Ticker

5/recent/ticker-posts

৯০) সূরা আল বালাদ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১.
لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ

না, আমি এই নগরীর শপথ করছি,

২.
وَأَنتَ حِلٌّ بِهَذَا الْبَلَدِ

আর আপনি এই নগরের হালালকারী।

৩.
وَوَالِدٍ وَمَا وَلَدَ

শপথ জন্মদাতা আর যা সে জন্ম দিয়েছে,

৪.
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ

আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি।

৫.
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না?

৬.
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا

সে বলে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।

৭.
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

৮.
أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ

আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়?

৯.
وَلِسَانًا وَشَفَتَيْنِ

জিহ্বা ও ওষ্ঠদ্বয়?

১০.
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ

বস্তুতঃ আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টি পথ দেখিয়েছি।

১১.
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ

কিন্তু সে দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি।

১২.
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ

আপনি জানেন, সে গিরিপথ কি?

১৩.
فَكُّ رَقَبَةٍ

তা হচ্ছে দাসমুক্তি।

১৪.
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ

অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান,

১৫.
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ

ইয়াতীম আত্বীয়কে,

১৬.
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

অথবা ধুলি-ধুসরিত মিসকিনকে

১৭.
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ

অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

১৮.
أُوْلَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ

তারাই ডানপন্থী।

১৯.
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ

আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই বামপন্থী।

২০.
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ

তারা অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।