Ticker

5/recent/ticker-posts

১০৪) সূরা হুমাযাহ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১.
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

দুর্ভোগ প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে (পশ্চাতে কিংবা সম্মুখে) মানুষের নিন্দা ও দুর্নাম করে.

২.
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ

যে অর্থ সঞ্চিত করে ও বার বার গণনা করে

৩.
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ

সে মনে করে যে, তার অর্থ-সম্পদ চিরকাল তার সাথে থাকবে!

৪.
كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ

কক্ষণো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে।

৫.
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

আপনি কি জানেন, চূর্ণ-বিচূর্ণকারী কি?

৬.
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ

এটা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,

৭.
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ

যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।

৮.
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ

তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে,

৯.
فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ

উঁচু উঁচু স্তম্ভে।