Ticker

5/recent/ticker-posts

১০০) সূরা আদিয়াত

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১.
وَالْعَادِيَاتِ ضَبْحًا

শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,

২.
فَالْمُورِيَاتِ قَدْحًا

অতঃপর (ক্ষুরাকাঘাতে) আগুনের ফুলকি ঝরায়।

৩.
فَالْمُغِيرَاتِ صُبْحًا

অতঃপর প্রভাতকালে অতর্কিত আক্রমণ চালায়,

৪.
فَأَثَرْنَ بِهِ نَقْعًا

আর সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে

৫.
فَوَسَطْنَ بِهِ جَمْعًا

অতঃপর শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-

৬.
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ

বস্তঃত মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।

৭.
وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ

আর সে নিজেরই এর সাক্ষী।

৮.
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ

এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।

৯.
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ

সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে

১০.
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ

এবং অন্তরে যা আছে, তা প্রকাশ করা হবে?

১১.
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ

নিঃসন্দেহে সেদিন তাদের রব তাদের সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবেন।