Ticker

5/recent/ticker-posts

১১৪) সূরা নাস

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১.
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের পালনকর্তার,

২.
مَلِكِ النَّاسِ

মানুষের অধিপতির,

৩.
إِلَهِ النَّاسِ

মানুষের প্রকৃত ইলাহর,

৪.
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে,

৫.
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

৬.
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ

জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।