Ticker

5/recent/ticker-posts

৮২) সূরা আল ইনফিতার

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১.
إِذَا السَّمَاء انفَطَرَتْ

যখন আকাশ বিদীর্ণ হবে,

২.
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ

যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,

৩.
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

৪.
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ

এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে,

৫.
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

৬.
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

৭.
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

৮.
فِي أَيِّ صُورَةٍ مَّا شَاء رَكَّبَكَ

যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

৯.
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ

কক্ষনো না, বরং (আসল কথা হচ্ছে এই যে) তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো।।

১০.
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ

অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ।

১১.
كِرَامًا كَاتِبِينَ

সম্মানিত লেখকগণ।

১২.
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

তারা জানে যা তোমরা কর।

১৩.
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

নেককারগণ থাকবে জান্নাতে।

১৪.
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

আর পাপীরা থাকবে জাহান্নামে;

১৫.
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ

কর্মফল দিবসে তারা তথায় প্রবেশ করবে।

১৬.
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ

তারা সেখান থেকে কোনক্রমেই সরে পড়তে পারবে না।

১৭.
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

আপনি কি জানেন, বিচার দিবস কি?

১৮.
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

অতঃপর (আবার বলছি) আপনি কি জানেন, বিচার দিবস কি?

১৯.
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ

সেদিন কেউ কারো কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহরই।