Ticker

5/recent/ticker-posts

কাবীল ও হাবীলের কাহিনী

তুমি তাদেরকে আদমের দুই পুত্রের বৃত্তান্ত পাঠ করে শুনাও। যখন তারা উভয়েই কিছু কুরবানী করেছিল, তখন তাদের একজনের কুরবানী গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি। তাদের একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ কেবল মুত্তাকীদের পক্ষ থেকেই গ্রহণ করেন। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত কর, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না। কেননা, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। আমি চাই যে, আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও। অতঃপর তুমি দোযখীদের অন্তর্ভূক্ত হয়ে যাও। এটাই অত্যাচারীদের শাস্তি। অতঃপর তার অন্তর তাকে ভ্রাতৃহত্যায় উদুদ্ধ করল। অনন্তর সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। -[সূরা আল মায়িদাহ, আয়াত: ২৭-৩০]

এ বিষয়ে পূর্বসূরি ইমামগণ যা বলেছেন তার সারাংশ নিম্নে উল্লেখ করা হল-

সুদ্দী (র) ইবনে আব্বাস ও ইবনে মাসঊদ (রা)-সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে, আদম (আ) এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন। হাবীল সে মতে কাবীলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন। কাবীল বয়সে হাবীলের চাইতে বড় ছিল। আর তার বোন ছিল অত্যন্ত রূপসী।

তাই কাবীল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল এবং আদম (আ) হাবীলের সাথে তাকে বিবাহ দেয়ার আদেশ করলে সে তা অগ্রাহ্য করল। ফলে আদম (আ) তাদের দু'জনকে কুরবানী করার আদেশ দিয়ে নিজে হজ্জ্ব করার জন্য মক্কায় চলে যান।

তারপর আদম (আ) চলে গেলে তারা তাদেরকে কুরবানী করে। হাবীল একটি মোটা-তাজা বকরী কুরবানী করেন। আর কাবীল কুরবানী দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য।

তারপর আগুন হাবীলের কুরবানী গ্রাস করে নেয় আর কাবীলের কুরবানী অগ্রাহ্য করে। এতে কাবীল ক্ষেপে গিয়ে বলে, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব। যাতে করে তুমি আমার বোনকে বিয়ে করতে না পার। উত্তরে হাবীল বললেন, আল্লাহ্ তা'আলা কেবল মুত্তাকীদের কুরবানী-ই কবুল করে থাকেন।

ইবনে আব্বাস (রা) থেকে আরো একাধিক সূত্রে এবং আব্দুল্লাহ ইবনে আমর (রা) থেকেও এটি বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আমর (রা) বলেন, আল্লাহর কসম! তাদের দু'জনের মধ্যে নিহত লোকটি-ই অধিকতর শক্তিশালী ছিল। কিন্তু নির্দোষ থাকার প্রবণতা তাকে হত্যাকারীর প্রতি হাত বাড়ানো থেকে বিরত রাখে।

কিছুদিন পর হাবীল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে বিলম্ব করেন। ফলে আদম (আ) তার ভাই কাবীলকে বললেন, দেখতো ওর আসতে দেরি হচ্ছে কেন? কাবীল গিয়ে হাবীলকে চরণ ভূমিতে দেখতে পেয়ে তাকে বলল, তোমার কুরবানী কবুল হলো আর আমারটা হয়নি। হাবীল বললেন, আল্লাহ্ কেবল মুত্তাকীদের কুরবানী-ই কবুল করে থাকেন। এ কথা শুনে চটে গিয়ে কাবীল সাথে থাকে একটি লোহার টুকরো দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।
আহমদ (র) বর্ণনা করেন যে, ইবনে মাসঊদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, 'অন্যায়ভাবে যে ব্যক্তিরই নিহত হয় তার খুনের একটি দায় আদমের প্রথম পুত্রের ঘাড়ে চাপে। কারণ সে-ই সর্বপ্রথম হত্যার রেওয়াজ প্রবর্তন করে।'


তথ্যসূত্র: আল-বিদায় ওয়ান নিহায়া, ১ম খণ্ড



প্রাসঙ্গিক বিষয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ