Ticker

5/recent/ticker-posts

বারসীসা এর ঘটনা

'এরা হলো শয়তানের মত। সে প্রথমে মানুষকে বলে- কুফরী কর। অতঃপর মানুষ যখন কুফরী করে বসে তখন সে বলে, তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি তো জগতসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি।' -[সূরা হাশর, আয়াত: ১৬]

এর ব্যাখ্যা সম্পর্কে ইবনে জারীর আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) সূত্রে বলেন, (বনী ইসরাঈলের) একজন মহিলা বকরি চরাত। তার ছিল চার ভাই। রাতের বেলা সে ধর্মযাজকের উপাসনালয়ে এসে আশ্রয় নিত।

একদিন যাজক এসে তার সাথে কুকর্ম করে। তাতে সে অন্তঃসত্তা হয়ে পড়ে। শয়তান এসে প্ররোচনা দিয়ে বলে, মহিলাকে খুন করে মাটি চাপা দিয়ে দাও। লোকে তো তোমাকে বিশ্বাস করে। তারা তোমার কথা শুনবে। শয়তানের প্ররোচনায় সে মহিলাটিকে খুন করে এবং মাটি চাপা দিয়ে দেয়। এবার শয়তান স্বপ্নে মহিলার ভাইদের নিকট উপস্থিত হয়। তাদেরকে বলে যে, উপাসনালয়ের যাজক তোমাদের বোনের সাথে কুকর্ম করেছে এবং সে অন্তঃসত্তা হয়ে পড়ায় তাকে খুন করে অমুক স্থানে মাটি চাপা দিয়ে দিয়েছে।

সকাল হলে ভাইদের একজন বললো, আল্লাহর কসম! গত রাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখি, সেটি তোমাদেরকে বলব কি বলব না তা স্থির করতে পারছি না। অন্যরা বলল, তুমি বরং ঐ স্বপ্নের কথা আমাদেরকে বল। সে তা বর্ণনা করলো। অন্যজন বললো, আমিও স্বপ্নে তাই দেখেছি। তৃতীয়জন বললো, আমিও তাই দেখেছি। তখন তারা বলাবলি করে যে, নিশ্চয়ই এর মধ্যে কোন রহস্য আছে।

তারা সবাই তাদের শাসনকর্তাকে যাজকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে। তারপর সবাই যাজকের নিকট যায় এবং তাকে উপাসনালয় থেকে নামিয়ে আনে। এ সময়ে শয়তান যাজকের নিকট উপস্থিত হয়ে বলে, আমিই তোমাকে এ বিপদে ফেলেছি। আমি ছাড়া কেউ তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। সুতরাং তুমি আমাকে একটি সিজদাহ্ কর; আমি তোমাকে যে বিপদে ফেলেছি তা থেকে উদ্ধার করব। অতঃপর যাজক তাকে সিজদাহ্ করল।

তারপর শাস্তি বিধানের জন্য যখন শাসনকর্তার নিকট তাকে নিয়ে গেল তখন শয়তান কেটে পড়ল এই বলে যে - 'তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি তো জগতসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি।' আর তাদেরর পরিণতি সম্পর্কে আল্লাহ্ তা'আলা বলেন-

'কাজেই তাদের উভয়ের পরিণতি হবে এই যে, তারা চিরকাল জাহান্নামে থাকবে, আর এটাই জালিমদের প্রতিফল।' -[সূরা হাশর, আয়াত: ১৭]


তথ্যসূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া, ২য় খণ্ড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ