Ticker

5/recent/ticker-posts

কুরআনের একটি গুরুত্বপূর্ণ দোয়া


হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করো। তুমিই সব কিছুর দাতা। -[সূরা আল ইমরান, আয়াত: ৮]

সত্যপথ কিংবা হিদায়ত পাওয়া আল্লাহর দয়া ও অনুগ্রহ। আর কখনো কখনো এই অনুগ্রহ কারো কাছ থেকে শয়তান ছিনিয়ে নেয়। তখন সে বান্দা হয়ে উঠে দিকভ্রান্ত কিংবা বক্রপথের অনুসারী। সে নিজেকে আবিস্কার করে মিথ্যা ও হটকারিতার মাঝে। ফলে তার জন্য আবার সত্যপথে ফিরে আসা হয়ে যায় অনেক কঠিন। তাই কেউ যদি দ্বীন ইসলামের সত্যতা ও সৌন্দর্যতা বুঝতে পারে তার উচিত হবে ইসলামের সাথে তাকে জড়িয়ে নেয়া এবং এতে অটুট থাকতে আল্লাহর নিকট দোয়া করা।             

ইবনে আবী হাতীম (রহ) এবং ইবনে জারীর (রহ) বর্ণনা করেছেন যে, উম্মে সালমাহ (রা) বলেন, রাসূল (সা) প্রায়ই নিম্নের দুআটি পাঠ করতেন:
হে অন্তরের পরিবর্তন আনয়নকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন।
অতঃপর তিনি উপরের আয়াতটি পাঠ করতেন।  


তথ্যসূত্র:
  • তাফসীর ইবনে কাছীর   

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ