সকল প্রশংসা আল্লাহ্ তা'আলার যিনি আমাদেরকে এমন একটি মহৎ কাজ করার সুযোগ দিয়েছেন। তবে আমরা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছি। তাই এই কাজকে আরো গতিশীল করতে এবং চুড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। তবে প্রথমে জেনে নেয়া যাক আমাদের কাজগুলো কি কি -
১. কুরআনুল কারীমকে সহজ-সঠিকভাবে উপস্থাপন করা,২. কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা,৩. কুরআনকে সহজ ও সঠিকভাবে বুঝতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া,৪. কুরআনকে দলীয়করণ করা থেকে মুক্ত রাখা,৫. কুরআনের বানী মানুষের মাঝে ছড়িয়ে দেয়া। (ইন শা আল্লাহ্)
উপরের প্রতিটা কাজ কুরআনুল কারীমকে ঘিরে হওয়ায় তা সম্পন্ন করতে খুবই দায়িত্ববোধ প্রয়োজন। তাই উপরের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে সর্বপ্রথমে আমাদের জন্য আপনাদের দু'আ প্রয়োজন। আর এটাই সবচেয়ে বড় পাওয়া। (আমিন)
তবে যারা আমাদের সাথে এই উদ্যোগটিকে আরো গতিশীল করতে চান আপনারা দু'আর পাশাপাশি নিম্নোক্ত কাজগুলো করতে পারেন -
১. আমাদের সাইটের আর্টিকেলগুলো নিয়মিত পড়বেন ও শেয়ার করবেন।২. পরিচিতজনের নিকট আমাদের ওয়েব সাইট (QuranerBani.com) পরিচয় করিয়ে দিবেন।৩. প্রাসঙ্গিক বিষয়ে আমাদের পরামর্শ দেবেন। (ইন শা আল্লাহ্)।