Ticker

5/recent/ticker-posts

আমরা

আলহামদুলিল্লাহ্,
অনেকদিনের আকাঙ্খিত QuranerBani.com ওয়েবসাইটটি আমরা চালু করতে পেরেছি। তবে এখন আমাদের সঠিক দায়িত্ব পালন করার মধ্যেই পরবর্তী সফলতা নির্ভর করছে। ইন শা আল্লাহ্৷

আর আমাদের সম্পর্কে বলতে গেলে এককথায়  আমরা কয়েক মুসলিম ভাই। যারা নিজেরা ইসলাম মানতে চেষ্টা করে এবং অন্যদেরকেও ইসলামের দিকে আহ্বান করে। আমাদের সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলার নেই। এখানে আমাদের সকল চেষ্টা ও স্বপ্ন 'কুর'আনের বাণী' নিয়েই। আল্লাহ্ যেন তা কবুল করে নেন সেই কামনাই করি। (আমিন)

QuranerBani.com এর উদ্দেশ্য হলো বাংলাভাষায় কুর’আনুল কারীমকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরা৷ আর এক্ষেত্রে আমাদের নিজস্ব মতামতকে প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষা করে নির্ভরযোগ্য কুর'আনের অনুবাদ ও বিভিন্ন তাফসীর গ্রন্থের সাহায্য নেয়া হয়েছে৷ তবে ‘কু’রআনের বাণী’ কোনো বিস্তাতারিত তাফসীর নয়, বরং প্রসিদ্ধ তাফসীরগুলো থেকে উল্লেখযোগ্য আলোচনার সংকলন৷


বিভিন্ন তাফসির গ্রন্থের মধ্যে রয়েছে:

  • তাফসীর ইবনে কাসীর
  • মা’রিফুল কু’রআন
  • তাফসীরে আহসানুল বায়ান
  • তাফহিমুল কু’রআন
  • তাফসির আল জালালাইন
  • তাফসির আল কুরতুবি
  • তাফসির ইবন আব্বাস

কুর'আন অনুবাদে যেখান থেকে সাহায্য নেয়া হয়েছে:

  • তাইসীরূল কুর'আন
  • কুর'আন একাডেমী
  • দারুস সালাম প্রকাশনী
  • কুর'আন ডট কম


এছাড়াও যেসব বই থেকে প্রাসঙ্গিক ঘটনা আসতে পারে:

  • আল-বিদায়া ওয়ান নিহায়া
  • আর-রাহীকূল মাখতুম
  • আসহাবে রাসূলের জীবনকথা


তাই মহান আল্লাহ্ তা'আলার শাশ্বত বাণী কুর'আনকে সহজভাবে জানতে ও বুঝতে যে কেউ এই সাইটের কুরআন অনুবাদব্লগ নিয়মিত পড়তে পারেন এবং অন্যদেরকেও পড়ার আমন্ত্রণ জানাতে পারেন৷


তবে কুর'আনের অনুবাদ পড়ার পূর্বে আমাদের বিশেষ উদ্যোগ কুর'আন বুঝার মূলনীতি পড়ে নেওয়ার অনুরোধ করা হলো৷ যেখানে কুরআনুল কারীমের মৌলিক কিছু বিষয় আলোচনা করা হয়েছে।


এছাড়া এই সাইটের কোন আর্টিকেল কারো নিকট ভুল পরিলক্ষিত হলে কিংবা কোন আর্টিকেল সম্পর্কে কারো কোন আপত্তি থাকলে, তা আমাদেরকে জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করার অনুরোধ রইল৷ আর আমরা তা খুব গুরুত্বের সাথেই দেখবো৷ ইন শা আল্লাহ্৷


আল্লাহ্ সুবাহানহুয়া তা'আলা আমাদের এ প্রচেষ্টা কবুল করুন৷ আমীন৷


- 'কুর'আনের বাণী' পরিবার