আল্লাহ সুবহা'নাহু তাআ'লা বলেন,
(১)
وَ الۡعَاقِبَۃُ لِلۡمُتَّقِیۡنَ
আর শুভ পরিণাম তো মুত্তাক্বীদের জন্যেই নির্ধারিত। [সূরা আল-আ'রাফঃ ১২৮]
(২)
وَ الۡعَاقِبَۃُ لِلۡمُتَّقِیۡنَ
আর শুভ পরিণাম তো মুত্তাক্বীদের জন্যেই নির্ধারিত।
[সূরা আল-ক্বাসাসঃ ৮৩]
(৩)
وَ الۡعَاقِبَۃُ لِلتَّقۡوٰی
আর শুভ পরিণাম তো তাক্বওয়ার মাঝেই নিহিত। [সূরা ত্বহাঃ ১৩২]
আল্লাহ সুবহা'নাহু তাআ'লা আরও বলেন,
اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ ظِلٰلٍ وَّ عُیُوۡنٍ
নিশ্চয়ই মুত্তাক্বীরা থাকবে (গাছ-পালা এবং অট্টালিকার) ছায়া ও ঝরনাসমূহে।
وَّ فَوَاکِہَ مِمَّا یَشۡتَہُوۡنَ
আর তাদের জন্য থাকবে ফল-মূল, যা তাদের মন চাইবে।
کُلُوۡا وَ اشۡرَبُوۡا ہَنِیۡٓــًٔۢا بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
(তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ।
اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
[সূরা আল-মুরসালাতঃ ৪০-৪৪]
0 মন্তব্যসমূহ