Ticker

5/recent/ticker-posts

সবরের ফযীলত



মহান আল্লাহর বাণী,

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ

হে মু’মিনগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। - [সুরা আল-বাক্বারাহ, আয়াত: ১৫৩]


এই আয়াতের তাফসীরে ইমাম ইসমাঈল ইবনে কাসীর রহি'মাহুল্লাহ বর্ণনা করেছেন,

ইমাম যায়নুল আবেদীন রহি'মাহুল্লাহ বলেন যে, "ক্বিয়ামতের দিন একজন আহ্বানকারী ডাক দিয়ে বলবেন, ধৈর্যশীলগণ কোথায়? আপনারা উঠুন ও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন।'

এইকথা শুনে কিছু লোক দাঁড়িয়ে যাবেন এবং জান্নাতের দিকে অগ্রসর হবেন। ফেরেশতাগণ তাঁদেরকে দেখে জিজ্ঞেস করবেন, ‘আপনারা কোথায় যাচ্ছেন?'

তারা বলবেন, ‘জান্নাতে'।

ফেরেশতাগণ বলবেন, ‘এখনও তো হিসেব দেয়াই হয়নি?

তারা বলবেনঃ “হাঁ, হিসেব দেওয়ার পূর্বেই।'

ফেরেশতাগণ তখন জিজ্ঞেস করবেন, তাহলে আপনারা কোন প্রকৃতির লোক?

উত্তরে তারা বলবেন, ‘আমরা ধৈর্যশীল লোক। আমরা সদা আল্লাহর নির্দেশ পালনে লেগে ছিলাম, তার অবাধ্যতা ও বিরুদ্ধাচরণ হতে বেঁচে থাকতাম। মৃত্যু পর্যন্ত আমরা ওর উপর ধৈর্য ধারণ করেছি এবং অটল থেকেছি।'

তখন ফেরেশতারা বলবেন, ‘বেশ, ঠিক আছে। আপনাদের প্রতিদান অবশ্যই এটাই (অর্থাৎ বিনা হিসাবে জান্নাত) এবং আপনারা এরই যোগ্য। যান, জান্নাতে গিয়ে আনন্দ উপভোগ করুন।'


*কুরআন মাজীদে একথাই ঘোষিত হয়েছে- 

اِنَّمَا یُوَفَّی الصّٰبِرُوۡنَ اَجۡرَہُمۡ بِغَیۡرِ حِسَابٍ

ধৈর্যশীলগণকে তাদের পূর্ণ প্রতিদান বে-হিসাব দেওয়া হবে।' [সুরা আয-যুমার, আয়াত ১০]


তথ্যসূত্র:

[তাফসীর ইবনে কাসীর, সুরা আল-বাক্বারাহ, ১৫৩-নং আয়াতের তাফসীর]


রিলেটেড সার্চেস: ধৈর্য্য কি, সবরের হাদিস, ধৈর্যশীল হওয়ার দোয়া, সবর কী, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, ইসলামে সবরের গুরুত্ব, সবরের ফজিলত, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ