'ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য'। (সুরাহ জাসিয়াহ, আয়াত : ৭)
'ধ্বংস তার যে (মানুষের) পিছনে অপবাদ রটায়'। (সুরাহ হুমাযাহ, আয়াত : ১)
'ধ্বংস তার যে (মানুষকে) সামনে অপমানিত করে'। (সুরাহ হুমাযাহ, আয়াত : ১)
'ধ্বংস তার যে সম্পদ জমা করে এবং তা গুনে গুনে রাখে'। (সুরাহ হুমাযাহ, আয়াত : ১-২)
'ধ্বংস সে সব নামাজীর যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন'। (সুরাহ মাউন, আয়াত : ৪)
'ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয়'। (সুরাহ মুতাফফিন, আয়াত : ১)
'ধ্বংস ঐ সকল মিথ্যারোপকারীর যারা কিয়ামতকে অস্বীকার করে'। (সুরাহ মুতাফফিন, আয়াত : ১০-১১)
'ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে'। (সূরাহ আল-বাকারাহ, আয়াত : ৭৯)
'ধ্বংস ও কঠিন শাস্থি ঐ সকল কাফিরদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাঁধা প্রদান করে'। (সুরাহ ইবরাহিম, আয়াত : ২-৩)
'ধ্বংস তাদের যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে'। (সুরাহ মরইয়াম, আয়াত : ৩৮)
'ধ্বংস ঐ সকল লোকদের যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়'। (সুরাহ আম্বিয়া, আয়াত : ১৮)
'ধ্বংস ঐ সকল কাফিরদের যারা ধারনা করে আসমান, যমীন ও এর মাঝে যা কিছু আছে, আল্লাহ সেগুলো অনর্থক সৃষ্টি করেছেন'। (সুরাহ সা'দ, আয়াত : ২৭)
'ধ্বংস তাদের যাদের অন্তর আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে'। (সুরাহ যুমার, আয়াত : ২২)
'ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরীক করে'। (সুরাহ হা-মীম/আস-সাজদাহ, আয়াত : ৬)
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত না করুন!
লেখক: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ (আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন)
0 মন্তব্যসমূহ