Ticker

5/recent/ticker-posts

আল্লাহ কাদের ভালবাসেন?

 


আল্লাহ্ সুবহানাহুয়া তা'আলা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। আর তার জন্য রেখেছেন অফুরন্ত নিয়মাতে পরিপূর্ণ জান্নাত। কিন্তু এ জান্নাত কেবল তাঁর প্রিয় বান্দাদের সৌভাগ্যেই জুটবে।


আসুন কুরআন মাজীদ থেকে জেনে নিই আল্লাহ কাদের ভালবাসেন।


১) তোমরা সৎকর্ম কর, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালবাসেন।

(সূরা বাক্বারাহ, আয়াতঃ ১৯৫)


২) নিশ্চয়ই আল্লাহ্‌ তাওবাকারীকে ভালবাসেন এবং তাদেরকেও ভালবাসেন যারা পবিত্র থাকে।

(সূরা বাক্বারাহ, আয়াতঃ ২২২)


৩) বলুন, ‘তোমরা যদি আল্লাহকে ভালবাস তবে আমাকে অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ্‌ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

(সূরা আলে-ইমরান, আয়াতঃ ৩১)


৪) হ্যাঁ অবশ্যই, কেউ যদি তার অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে তবে নিশ্চয় আল্লাহ্‌ মুত্তাকীদের ভালবাসেন।

(সূরা আলে-ইমরান, আয়াতঃ ৭৬)


৫) বস্তুতঃ আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন।

(সূরা আলে-ইমরান, আয়াতঃ ১৪৬)


৬) তারপর আপনি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন; নিশ্চয় আল্লাহ তাঁর উপর নির্ভরকারীদের ভালবাসেন।

(সূরা আলে-ইমরান, আয়াতঃ ১৫৯)


৭) আর আল্লাহ পবিত্রতা লাভকারীদের ভালবাসেন।

(সূরা আত-তাওবা, আয়াতঃ ১০৮)


৮) আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন।

(সূরা হুজরাত, আয়াতঃ ৯)


৯) নিশ্চয় আল্লাহ্‌ ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন।

(সূরা আল-মুমতাহিনা, আয়াতঃ ৮)


১০) আল্লাহ তাদেরকে ভালবাসেন যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে- যেন তারা সীসা-গলানো প্রাচীর।

(সূরা সফ, আয়াতঃ ৪)

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ