প্রাচুর্যের লালসা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। এটা মোটেই ঠিক নয়, তোমরা সত্ত্বরই জানতে পারবে। অতঃপর এটা মোটেই ঠিক নয়, তোমরা সত্ত্বরই জেনে নেবে। -[সূরা তাকাছুর, আয়াত: ১-৪]
সূরা তাকাসূরের উপরের আয়াতগুলোতে আল্লাহ্ সুবাহানাহুয়া তা'আলা আমাদের জন্য এমন কিছু মেসেজ দিয়েছেন যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আসুন সূরা তাকাসুরের উপরের আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর জেনে নেই-
আল্লাহ্ তা'আলা এখানে বলেন- দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টা আমাদেরকে আখিরাতের প্রত্যাশা এবং সৎকাজ থেকে বেপরোয়া করে দিয়েছে। এমনকি এসব ঝামেলায় থাকতেই হঠাৎ মৃত্যু এসে আমাদেরকে কবরে পৌঁছে দিবে।
অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব বিষয় নিয়ে অধিক চিন্তিত সে বিষয়গুলো আসলে আমাদের জন্য কতটুকু প্রয়োজন? আর এগুলোকে কি আমরা প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি? যদি তাই হয়! তাহলে এখনই একটি শক্ত ব্রেক নিতে হবে। নিজের লক্ষ্যকে নির্দিষ্ট করতে হবে। আল্লাহর পানে ছুটে চলতে হবে। আর তা অবশ্যই হতে হবে আমাদের কবরে পৌঁছে যাওয়ার পূর্বে।
তথ্যসূত্র:
আল্লাহ্ তা'আলা এখানে বলেন- দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টা আমাদেরকে আখিরাতের প্রত্যাশা এবং সৎকাজ থেকে বেপরোয়া করে দিয়েছে। এমনকি এসব ঝামেলায় থাকতেই হঠাৎ মৃত্যু এসে আমাদেরকে কবরে পৌঁছে দিবে।
রাসূল (সা) বলেন: বানী আদম বলছে- আমার সম্পদ, আমার সম্পদ। অথচ তার সম্পদ কেবল সেগুলি যা সে খেয়ে শেষ করেছে, পরিধান করে ছিঁড়ে ফেলেছে, আর সাদকাহ্ করেছে অথবা ব্যয় করেছে। -[আহমাদ ৪/২৪]
রাসূল (সা) আরো বলেন: মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়। তার মধ্যে দুটি ফিরে আসে, আর একটি থেকে যায়। (এগুলো হল) তার আত্মীয়-স্বজন, তার ধন-সম্পদ এবং তার আমল। তার আত্মীয়-স্বজন এবং ধন-সম্পদ ফিরে আসে, শুধু আমল থেকে যায়। -[মুসলিম ৪/২২৭৩]
অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব বিষয় নিয়ে অধিক চিন্তিত সে বিষয়গুলো আসলে আমাদের জন্য কতটুকু প্রয়োজন? আর এগুলোকে কি আমরা প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি? যদি তাই হয়! তাহলে এখনই একটি শক্ত ব্রেক নিতে হবে। নিজের লক্ষ্যকে নির্দিষ্ট করতে হবে। আল্লাহর পানে ছুটে চলতে হবে। আর তা অবশ্যই হতে হবে আমাদের কবরে পৌঁছে যাওয়ার পূর্বে।
তথ্যসূত্র:
- তাফসীর ইবনে কাছীর
0 মন্তব্যসমূহ