Ticker

5/recent/ticker-posts

অপবিত্র অবস্থায় কুরআন পড়া কিংবা স্পর্শ করা

প্রশ্ন: অপবিত্র অবস্থায় কি কুরআন পড়া কি জায়েয?

উত্তর-
অপবিত্রতা দুই শ্রেণীর- ছোট অপবিত্রতা, যাতে উযূ জরুরী হয় এবং বড় অপবিত্রতা, যাতে গোসল জরুরী হয়। ছোট অপবিত্র অবস্থায় থাকলে কুরআন স্পর্শ না করে মুখস্ত পড়া জায়েজ। আর বড় অপবিত্র অবস্থায় কুরআন পড়া জায়েজ নয়। অবশ্য এ অবস্থায় কুরআনী আয়াতের যিকর যেমন, 'বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিঊন ইত্যাদি পড়া যায়। [ইবনে উসাইমীন]


প্রশ্ন: অপবিত্র অবস্থায় জুযদানে রাখা কুরআন স্পর্শ করা কি বৈধ?

উত্তর-
হ্যাঁ। কুরআন জুযদান, বাক্স বা অন্য কোন মোড়কের ভিতরে থাকলে অপবিত্র অবস্থায় তা স্পর্শ করা বৈধ।


প্রশ্ন: অপবিত্র বা মাসিক অবস্থায় কুরআনের ক্যাসেট স্পর্শ করা কি বৈধ?

উত্তর-
অপবিত্র বা মাসিক অবস্থায় কুরআনের ক্যাসেট স্পর্শ করা, টেপে লাগানো ইত্যাদি বৈধ। যেহেতু তা মুসহাফ নয়। [লাজনা দায়িমাহ]


তথ্যসূত্র: দ্বীনী প্রশ্নোত্তর - শাইখ আব্দুল হামীদ ফাইযী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ