"আর আত্মীয়-স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দাও এবং মিসকীন ও মুসাফিরদেরকেও, আর অপব্যয় ও অপচয় করো না।" -(সূরা আল ইসরা: ২৬)
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে, সে যেন অবশ্যই তার মেহমানের ইজ্জত করে এবং যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে, সে যেন অবশ্যই আত্মীয় সম্পর্ক বজায় রাখে, আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। -[বুখারী: ৬০১৮; মুসলিম: ৪৭, ১৪৬৮; তিরমিযী: ১১৮৮]
মুগীরাহ ইবনু শু'বাহর লেখক বলেন, একদা মু'আবিয়াহ রাদিয়াল্লাহু আনহু মুগীরাহ ইবনু শু'বাহকে লিখলেন, আমাকে এমন কিছু (কথা) লিখে পাঠাও যা তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছ। তিনি (মুগীরা) তাকে লিখলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি: আল্লাহ তোমাদের জন্য তিনটি কাজ অপছন্দ করেন- (১) অতিরিক্ত বা নিরর্থক কথা বলা, (২) সম্পদ ধ্বংস (অপচয়) করা, (৩) বেশী বেশী যাচ্ঞা করা। -[বুখারী: ১৪৭৭; মুসলিম: ৫৯৩; নাসায়ী: ১৩৪১]
প্রাসঙ্গিক বিষয়:
0 মন্তব্যসমূহ