Ticker

5/recent/ticker-posts

কুরআনের চ্যালেঞ্জ

কেবল বিষয়বস্তু উপস্থাপনার ক্ষেত্রেই কুরআন অনন্য নয়, বরং মু'যিজা হিসেবেও এ কুরআন অনুপম ও অনন্য। 'মু'যিজা' শব্দ দ্বারা আমরা এমন কোন অতিপ্রাকৃতিক কিংবা অসাধারণ ঘটনাকে বুঝি যা মানুষ নকল করতে পারে না। নবী মুহাম্মদ (সা) আরবদেরকে কুরআনের সমমানের একটি সাহিত্যকর্ম রচনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু সাহিত্য-নৈপুণ্যে তাদের ব্যাপক উন্নতি সত্ত্বেও সে চ্যালেঞ্জ মোকাবেলায় তারা অক্ষম হয়।

আরব অনারব নির্বিশেষে গোটা মানবজাতির কাছে কুরআনের মতো কোন সাহিত্যকর্ম রচনার চ্যলেঞ্জ তিনটি ধাপে উপস্থাপন করা হয়েছে-


১. সমগ্র কুরআন
'বলে দাও, যদি মানুষ ও জিন সবাই মিলেও এই কুরআনের মতো কিছু রচনার চেষ্টা করে তাহলে তারা তা পারবে না, তারা পরস্পরের সাহায্যকারী হয়ে গেলেও।' -[সূরা আল ইসরা, আয়াত: ৮৮]

২. দশটি সূরা
'এরা কি বলছে যে নবী নিজেই এ কিতাবটি রচনা করেছে? বলো, ঠিক আছে, তাই যদি হয়, তাহলে এর মতো দশটি সূরা তোমরাও রচনা করে নিয়ে এসো এবং আল্লাহ্ ছাড়া তোমাদের যেসব মা'বুদকে ডাকতে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।' -[সূরা হুদ, আয়াত: ১৩]

৩. মাত্র একটি সূরা
'আর আমি আমার বান্দার উপর যা নাযিল করেছি সে ব্যাপারে যদি তোমরা কোন সন্দেহের মধ্যে থাকো, তাহলে তার মতো মাত্র একটি সূরা রচনা করে আনো এবং আল্লাহ্ ছাড়া তোমাদের সকল সমর্থকদেরকে ডেকে আনো, যদি তোমরা সত্যবাদী হও।' -[সূরা আল বাকারাহ, আয়াত: ২৩]

কুরআনের এই ছোট্ট একটি চ্যলেঞ্জের মোকাবেলা করতে গিয়েও যখন অবিশ্বাসীরা ব্যর্থ হয়েছে, তখন তারা বুঝতে সক্ষম হয়েছে এই কুরআন মানুষের তৈরী কোন কিতাব নয়। তবে শয়তানের প্ররোচনা আর আত্ম-অহংকারে তারা কুরআনকে অন্তরে লালন করতে পারেনি। তাই তারা হিদায়াতের পরিবর্তে হয়েছে গোমরাহী। পক্ষান্তরে এই কুরআন বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে বিস্তর পার্থক্য, স্পষ্ট করে দিয়েছে সত্য ও মিথ্যা এবং সত্য দিয়ে মিথ্যাকে করেছে বিলুপ্ত।



একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. আল্লাহ তোমাদের কবুল করুক আমিন।

    উত্তরমুছুন
  2. কোরানের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার। সূরা কাউসারের মত একটি সূরা রচনা করা সম্ভব নয় সেটি আলোচনা করা হয়েছে এই লিংকে--
    https://www.quranmiraclescience.com/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%9f/

    উত্তরমুছুন
  3. মুশরিকরা কি কি সুরা বানিয়ে ছিল

    উত্তরমুছুন